Skip to content

সেই পুরোনো শরীর —(মাহ্ফুজ নবীন)

অহেতুক প্রশ্নের অধিকারে
জানার তাগিদ নেই
সেই পুরোনো শরীরের প্রেক্ষাপট।
ছুঁয়ে ছিলো কে কত
সেই দিব‍্যি নদীর জল
ক্লান্ত শরীরে প্রাণপণে ছুটে মাঠঘাট।

সূর্য কখনো পুরোনো হয় না
তপ্ত কিরণ বিকিরণে
মন এখনো ভুলে যায় না
প্রেম বিরহের দহণে।

মন্তব্য করুন