Skip to content

সেই ছেলেটি কেমন আছে -সুবীর মন্ডল

  • by

সেই ছেলেটি কেমন আছে?
খালি পায়ে যেত পাঠশালাতে,
সকাল বিকাল কাটাত খেলতে,
ঝগড়া করত খেলার সাথে।

সেই ছেলেটি কেমন আছে?
গাইতো গান গলা মিলিয়ে,
মাছ ধরত স্কুল পালিয়ে,
ঘুড়ি উড়াত মাঞ্জা লাগিয়ে।

সেই ছেলেটি কেমন আছে?
ডাংগুলি খেলত নিরন্তরে,
পাথর উঠাত ডুব সাঁতারে,
মনের কথা বলত আঁধারে।

সেই ছেলেটি কেমন আছে?
আম বাগানে বেড়াত চষে,
গামছা বাঁধত কোমরে কষে,
গাছে উঠতো এক নিমিষে!

সেই ছেলেটি কেমন আছে?
শীতের রাতে এক কাপড়ে,
গরম কালে নদীর জলে,
কাটাত সে নিজের খেয়ালে।

সেই ছেলেটি কেমন আছে?
আছে জানি বাল্য কালে,
যেমন ছিল আমাদের কালে,
তেমন কি আছে এদের কালে?

মন্তব্য করুন