Skip to content

সূচি ক্ষণিকা – হিমেল কবি নুর ইসলাম নুর

রাতের আধার ঠেলি সুর্যদেব
মেঘের আড়াল থেকে সূচি ক্ষণিকায়
সামান্য প্রতিপ্রভা ছড়িয়ে দিলেন।
শিশির শিক্ত সাদা ফুল যত ফোটে
গুনগুনিয়ে প্রজাপতির ঝাক
আসছে শত শত।

সবুজ ঘাসের দেশে অভ্রবিন্দু
এতে সিনিগ্ধ আলোক দুত্যি,
বিজন দেশে ঘাস ফড়িঙের সম-হার
যেন মোর ক্ষণিকার সেরা সৃষ্টি।

পত্রফলকের সুর্যের হাসি
নীহারিকা করে দোল,
পানি তিয়াসার নিশাচল কবুতোরেরা
সূচি ক্ষণিকায় রাখে
যেন শ্যান দৃষ্টি।
আহা,সব সুচি ক্ষণিকার সেরা সৃষ্টি।।

মন্তব্য করুন