Skip to content

সুপ্ত ক্ষমাপ্রার্থনা

বেশ কিছু বার ভেবেছি নিপুনতার সঙ্গে
এক নিভৃত প্রদোষে তোমাকে নিয়ে যাবো
কোনো এক জায়গায়, যেখানে এতো কম লোক
থাকবে, যে তোমার বিস্ময়ের শীত্কার
কারুকে করবেনা বিব্রত |

একটু আধটু অপ্রাসঙ্গিক কথার পরে
আসবো বিষয়সূচীর প্রধান মুহুর্তে,
নামবো কাঁকর ভরা মাটিতে এক হাঁটুর ওপর,
আমার চোখ তোমার কোমরের সমতলে
আনবো আমার চোখে উপযোগী বেদনা |

তোমার মসৃন ডান হাতকে আমার দুহাতে
নিয়ে ঢাকবো আমার মুখ
তোমার উদ্বেগ কে আমি করবো অনুভব
তোমার চোখ ঘুরতে ফিরতে থাকবে
আমার পিঠে আর দিকচক্রবালে |

সেই অলৌকিক মুহুর্তে সিক্ত স্বরে
আমি চাইবো ক্ষমা !!!

বলবো যতটা সঙ্গ ছিলো দেবার তা দিইনি
যত দায়িত্বের ছিলো দরকার অংশী হবার তা হইনি
যতটা পার্থিব সুখ দেওয়া ছিলো আমার
আয়ত্তাধীন, তার তুচ্ছ অংশও করিনি বিতরণ !

যত প্রশংসা বর্ষণের তুমি ছিলে ন্যায্য প্রাপক
তাদের দিইনি আসতে মঞ্চে, বলিনি তোমাকে
খুব কাছে পেতে ইচ্ছে করছে, যদিও ঠিক তাই
করেছি অনুভব, যক্ষের মতো রেখেছি আগলে
ভালোলাগার প্রদর্শন !

আজকের পড়ন্ত বেলায় চোখের বাষ্পে হবেনা
মলিন তোমার চক্ষুসজ্জার আঁকিবুকি,
করবেনা অশ্রুবর্ষণ আমার ত্রুটিস্বীকারে,
তবুও ধরবে আমার হাত তোমার দুটো শক্ত হাতে
আর বলবে “এবার ওঠোতো, লোকেরা কি ভাবছে !”

© Bishshojit Ganguly April, 2016

মন্তব্য করুন