Skip to content

সুন্দর বিস্ময়

হয়ত মোনালিসা’ই সুন্দর-অপরূপা তবে
পৃথিবী কবে ব’লে আমায় দেবে
সুন্দর বলা কা’কে হয়?-
মোনালিসার’ই মত যে
অথবা বাকি সেই সব’ও
যা মোনালিসা’র মত নয়

হয়ত নিজেকেই বুঝিয়ে নিতে হবে–
জীবনের সকল যুদ্ধ;
বিক্ষোভ,দুঃখ,ভয়
আরও সকল প্রভাব,
নেতিবাচক বলা হয়,
সকলি সুন্দর , যদি মন সুন্দর হয়।

আর যদি কিছু না’ই সুন্দর থাকে,
আগুনের উন্মত্ত লেলিহান শিখায় হয়ত সকল সুন্দরের হয়েছে পরাজয়;
বিশাল সমুদ্রে’র বিনাশকারী ঢেউ
করেছে দুরমুশ সুন্দর পরিভাষা সকল।
তখন’ও যদি বেঁচে জীবন,প্রলয়ের পর থাকে;
আগুনের শিখায়’ও এতটুকু জীবন যদি বাঁচে;
কিংবা যদি তখন,
যখন প্লাবন হতে ভেসে এসে প’ড়ে
কোনো সমুদ্রর পারে;
অথবা হেঁটে আসে আগুন হতে ধারে
আর ঠিক তখনি যদি 
হৃদস্পন্দন হয় পুনরায় উদ্ভাসিত ,
সেদিন যাবে বোঝা জীবনের সুন্দর সব
অন্তর্নিহিত আছে জীবনের শক্তির উৎস যেখানে-
আসল সুন্দরের উৎস সেখানে-
সেই শক্তি’র গর্ভে’ই উৎস সুন্দরের।

মনের চোখের আলোয় দেখে তার পরিচয়-
প্রকৃতির জঠর থেকে উৎপন্ন হওয়া সম্মোহনী বিস্ময়!

মন্তব্য করুন