Skip to content

সুখপাখি- আল আমিন মুহাম্মাদ

  • by

সুখপাখি, সুখপাখি
কোথায় থাকিস্ বল্?
তন্ন তন্ন করে খুঁজি
জল পেরিয়ে স্থল।

করিম চাচার পিঠ পুঁড়ে যায়
সুখের খোঁজে মাঠে,
বাইশ তলার সাহেব ছোটে
মঙ্গলের ঐ ঘাটে।

সুখি -বাবু খাটের উপর
পা-টা নাচায় বসে,
ভুঁতে এসে ক্লান্ত করে
কিল্টা মেরে কষে।

দুখীরামের মেজাজ কড়া
দুঃখ সারা বাড়ি,
অন্ধকারেই দিতে রাজি
সুখের পথ পাড়ি।

আকাশ খুঁজে ,পাতাল খুজে
পেলামনা সুখ-নদী,
মনের খাঁচায় সূখপাখিটা
পুঁষতে পারো যদি।

মন্তব্য করুন