Skip to content

সারেঙ্গী

সারেঙ্গী
হাকিকুর রহমান

সারেঙ্গীটা উঠলো বেজে এ কোন সুরে,
ঘুম ভাঙ্গিয়ে কাড়লো হৃদয় সে কোন দূরে।

ঘরছাড়া মন কোন দিশাতে পথ হারালো,
যাবার বেলা আসবে বলে হাত বাড়ালো।

বাঁধন ছেড়া তারে কি আর লাগে জোড়া,
বাতায়নে রইলো পড়ে শুকনো তোড়া।

আগামীকে পাবো কি আর চিনে নিতে,
খেই হারানো দিনগুলিকে সাজিয়ে দিতে।

মন্তব্য করুন