Skip to content

সহায়তায় মিলবে মুক্তি

নেই টাকার অহংকার,
কিবা দাপট ক্ষমতার।
আছে শুধু বাচার প্রত্যয়,
চারিদিকে হাহাকার।

কোথায় গেলো ক্ষমতা তোমার,
ছিলেতো বিত্তবান।
নিঃস্বকে দাওনি কখনো,
মানুষের সম্মান।

টাকার পাহাড় আছে তবু,
আকুতি তোমার বাচার।
জীবনের মায়া নেই যাদের,
খুজিতেছে খাবার।

টাকা হলে সব পাওয়া যায়,
তোমার মুখে শুনি।
তাড়িয়ে দাও করোনা তবে,
দিয়ে টাকার খনি।

টাকার জুড়ে করোনা তুমি,
তাড়াতে যদি না পাও।
ভুলে গিয়ে বিভেদ সব,
অসহায়ের পাশে দাড়াও।

পাশে যদি দাড়াও তুমি,
অসহায় তবে ফিরবে ঘরে।
সংক্রমণের মিছিল থামিবে আর,
শান্তি ফিরবে পরে।

শান্তির সুবাতাস বইবে তখন,
শুভাসিত হবে ভুবনময়।
করোনার সাথে ঐক্যবদ্ধ লড়াইয়ে,
যুদ্ধে হবে জয়।

_সমাপ্ত_

মন্তব্য করুন