Skip to content

সম্পর্ক

  • by

নোংরা রাস্তা জংলা ঝোপঝাড়,
দুবাহু বাড়িয়ে রয়েছে দাড়িয়ে
মৌন ধ্যানে বৃক্ষ উদার।
সংশয়ের জ্বলে দীপ দোচালা
দাওয়ায়। আলোছায়া কেঁপে ওঠে
বিবাগী হাওয়ায়। থেমে গিয়ে কলরব,
বুকে জমে থাকে ক্ষোভ, গুন্ঠন সরিয়ে
কোমল অবয়ব-সম্মূখে দাড়ায়।অন্তর
গৃহ কোনে সখ্যতার নিবিড় ক্ষণে,
কালো কূট অন্ধকার নগরে পালায়।

মন্তব্য করুন