Skip to content

সমসাময়িক

  • by

পথ কে পখ বানিয়ে চলার কথা বলা।
নচেৎ উদ্যত পা জল বৃষ্টির সখ্যতার
পাঁকে আটকে বিরক্ত, নরম মাটির
বুক ছেনে তৈরী হয় ক্ষত। পরিকল্পনা,
তর্কবিতর্ক, ভঙ্গ শর্ত, অপচয়, বৈষম্য,
স্বার্থকর্ম বোঝা শক্ত।
জীবন মোহে অনুরক্ত, ভীত প্রতীতি,
খেসারত গুনে যায় অর্থনীতি।
চড়া দরে বিকিয়ে যায় সুখ।
ক্রেতা-উপচে পড়া বিত্ত।

মন্তব্য করুন