Skip to content

সমর্পন-এমএইচ মোবারক

এখন থেকে শুরু হলো তোমার উল্লাসের দিন
উড়ে উড়ে দেখবে অবধারিত এক মৃত্যু,
শুকনো বাতাস মাখা হাওয়া আর-
আমার মৃত্যু যন্ত্রনা দুঃখিত নয়;
বরং ক্ষণে ক্ষণে আনন্দ দান করবে তোমায়।

ছায়ারা উড়ুক তোমার প্রফুল্ল মন ঘিরে
কিছুটা ফানুস অথবা সাদা বকের মতো৷
বাতাসের মাঝে কেউ চিনবে না আমায়, কেউ না৷
এমনকি তুমিও না!
শুধু এটুকুই উচ্চারণ সামান্য আলো দিও সমাধিতে।

ভুলেভরা কংক্রিটের আড়ালে আজ বিশ্বাস
মৃত্যুর আগে মুখোমুখি হয়েছি তোমার,
সাধ পূরণে নয়, দু’ঠোঁটের টুকরো হাসির মৃত্যুটা দেখাতে;
আর ভুলটাকে নির্লজ্জভাবে
সমর্পন করবো বলে।

এ হাত ও মন ভুলে ভুলে আজ শূণ্য
গাঢ় হতে নয় বরং শির নত করতেই ,
হাঁটু গেড়ে দুহাত পেতেছে-
আমার অভিশপ্ত মন৷
তোমার জন্য, আমার ভুলের জন্য।

মন্তব্য করুন