Skip to content

সব ছিল গো ছায়া

যখন আমার এই হৃদয়ে
ছিলো তোমার বাসা,
জীবনটা যে কাটতো সুখে
ছিলো অনেক আশা।

হঠাৎ করে বদলে গেলে
ভিন্ন সুরে গেয়ে,
আমায় বুঝি পর করেছো
অন্য কাউকে পেয়ে!

জীবন এখন মরণসম
ঘুরছি মেঠোপথে,
শোকের সাগর বক্ষে নিয়ে
চলছি অন্য রথে৷

একলা আমি বাঁধন হারা
দূর গিয়েছো চলে,
মনের জ্বালায় কেঁদে বেড়াই
পাগল সবাই বলে।

কতো কথার ছলে ফেলে
কাড়লে করে মায়া!
রমাকান্ত বুঝলো শেষে
সব ছিলো গো ছায়া।

মন্তব্য করুন