Skip to content

সব কিছু বন্ধ হয় না —(মাহ্ফুজ নবীন)

দড়জাটা বন্ধ জানালটা খুলি
মুখটাও বন্ধ হাতে দেই তালি
চোখ দুটো বন্ধ ঘুমে স্বপ্ন চলে
মনটা বন্ধ হলে প্রিয়া যায় ভুলে

ভুলটা বন্ধ হলে বাড়ে অনুসূচনা
প্রেমের বন্ধে বাড়ে ঘৃণা, যাতনা
সুখটা বন্ধ হলে ঝরে চোখে জল
আশা বন্ধ হলে বাঁচা হয় নিস্ফল

স্রোতের বন্ধে জমে পলির চর
ঝড়টা বন্ধ হলে গড়ে ভাঙা ঘর
বিশ্বাস বন্ধে যায় আস্থাটা নড়ে
নিঃশ্বাস বন্ধে যায় আত্মা উড়ে।

মন্তব্য করুন