Skip to content

সন্ন্যাসী চোর

মধ্য রাতে চাঁদ দুয়ার দিলে
আমি চোরের মতো আসি তোমার ঘরে
দু’চোখ বিছিয়ে দেখি তোমার গোলাপি ঠোঁট
খোঁপা ভাঙা বিলোল চুল দু’পায়ে আলতার ছোপ
কাঁখের লাবণ্যতা

তোমাকে স্পর্শের জাজিমে তুলে
ভালো লাগে একটু একটু করে
তোমার শরীরে বৃষ্টির মতো ভিজতে ।
আঙুলের সেপ্টিপিনে আলগা করতে
তোমার শাড়ির দোল নিশ্বাসের উষ্ণতা
তোমার উদ্যত স্তন নাভির নিভৃতে অনঘ যৌবন ।
তোমার হিমেল অনল অঙ্গের সঙ্গতে
আমি পুড়ে পুড়ে ছাই হতে ।

জীবনান্ত ধ্যানে
সন্ন্যাস নিতে তোমার শরীরের ভূমিজে
সময়ের চোখ লুকিয়ে প্রকৃতির পুটলিতে ।

মন্তব্য করুন