Skip to content

সং – সৃজা ঘোষ

এখানে প্রেম মাটির মত সোঁদা।
জল-পরীদের লুকিয়ে থাকার ভয়!
একটু আদর জাপটে ধরে নিলেই,
ভেলভেলে-টা অন্য কারো নয়।

এখানে বেশ জল ছুঁই ছুঁই শীত-
বাষ্পে যেমন চোখ বুঝে নেয় ‘কাল’।
তেমন কোনো বিষাদ হাওয়া পেলে,
কলম দিয়েই ছাড়িয়ে নেবো ছাল।

এখানে আর ভয় করেনা রোজ,
কাব্য আমার অকেজো রাত জাগে…
তবুও কেমন ঘুমিয়ে পড়ে কবি,
বিদ্রোহ আর কাব্য করার আগে।

রাজনীতিতে বিছনা জুড়োয় কি?
ঘাম মুছে দেয় পতাকাদের রঙ?
ভেলেভেলেটা দাঁড়িয়ে দেখে একা-
মিছিল সাজায় হাত-পা কাটা সং।।

মন্তব্য করুন