Skip to content

সংশয় ।। কামরুল হেলাল

জিবন‌স্র‌োত ও জলরা‌শি
পরস্প‌রের লা‌গি,
‌এ ধরণী শুন্যসার জঠর আঁধার–
‌জিবন ও জল বি‌নে স‌হি,

‌জিবন ও জল গড়ায় ধরায়
কার ইশারায় ?
কে‌নো নিশ্বাসে তবে স্বপ্ন প্রতিপলে,
তটের প্র‌েমে ঢেউ কাঁপে জলে,

একক জিবন ছ‌কের সম‌য় শে‌ষে
সাপলুডু’র গি‌লে খাওয়া নির্ন‌ি‌মে‌ষে,

স্বপ্নরা শুধু ‘সতীদাহ’র ম‌তো পোঁ‌ড়ে….

খ‌ন্ডিত জ‌লের হ‌েলেদুলে গ‌ড়ি‌য়ে যাওয়া
‌ফের কোন পাথ‌রে ঠে‌কে হয় পু‌ষ্পিত হাওয়া!

‌অন্তিমের পথে একি অহেতুক,অন‌চ্ছিুক চলা ?

মন্তব্য করুন