Skip to content

শ্রীচরনেষু শঙ্খ! – সৌরভ সরকার

           (উৎসর্গ:শঙ্খ ঘোষ)

বরনীয় কবি! তোমারে স্মরণ করি।
রূপলি বাংলা সভ্যতার হাল শয্যায়ে,
কখন জেগে উঠবে মত্ততা ছড়ায়ে
লাঞ্চিত-রক্তাক্ত নির্ভয়ে উপেক্ষা করি।
দু-হাত বাড়িয়ে জীবনসিঁড়ির মুখে-
যবে সূয্যি ডুবে গেছে মাঠের শেষে
দুর্দিনে ঘুচে গেছে আঁধার নির্বিশেষে,
দাঁড়াতে হবে মোরে তাঁর মুখোমুখে।

হে কবি! পারিনে তো একা রক্ত ঝরাতে
 লিখে যাই রক্ত-লেখা কবিতা ভাষায়,
প্রার্থনা করি- যারা মুখের গ্রাস  নেয়
কেড়ে?নির্মম প্রহারিত করে দু-হাতে।
যারা নিঠুর রক্তাক্ত গড়ে,ঘরে ঘরে 
লড়িব মুখোমুখি প্রতিবাদের তরে।

মন্তব্য করুন