Skip to content

শ্রাবণ সন্ধ্যায়-হিমেল কবি নুরইসলাম নুর

আজি শ্রাবণ ধারায় যদি বাসুতী
আসে মোর গ্রিহে,তবে
মোর বাকা বাশেরো বাশোরির তানে
ধুয়া পড়িবে নিলয়।

সুর্য দীঘল বাড়ির ফাঁকে ফাকে যদি
ছুঁইয়া ছুঁইয়া পড়ে অংশু
নিভায়ে প্রদীপ মেঘালয়ে,মোর
নিদাঘ তিয়াসার করিবো অন্তিম বিনাশ।

ঘুরিয়া ঘুরিয়া মাতাল বেশে,বাঁকা
চাহনির নেশায়;সর্বনাশা হাসি আর
কিছু ক্ষণিকায় যেন
জনম জনম ধরে করি পরিক্রমা।

আলোর দিশাহারী আমি হলুদ জোনাকি
চন্দ্রিমা হতে নিশীথের দেশে,
সুপ্তির ধারায় আমি চির জাগরুক
বাসুতীর কামনা-সমকামী জন!
নিশীথ হতে চির নিশীথের প’থে।

মন্তব্য করুন