Skip to content

শোণিত গদ্য- আহমেদ জুয়েল

জীবনের এই অন্তিম লগ্নে এসে,
সভ্যতার এই অসভ্য নগরীর পাশে,
হয়তো ছেঁড়া-ফাড়া পোশাকে বসে,
কতশত ক্লান্তি, গ্লানি আর সহস্র ব্যাধি বহন করে চেয়ে আছি মৃত্যুপানে।

ইচ্ছে করে! ইচ্ছেগুলো আবার প্রতিনিয়ত মরে।
আহা! যদি জীবনের পাণ্ডুলিপিটা থাকতো সুখে ভরে!
রাস্তা ছেড়ে আমি থাকতাম একটু সুখের পালঙ্কের উপরে।
ঠিক এমনি একটা স্বপ্ন এখনো ভর করে।

হে ভদ্রজন! কবুল কর আমার আমন্ত্রণ,
এসো! দেখে যাও আমাদের নীড়,
যেখানে মানবের সাথে পশুদল একসাথে করে ভীর।
একই খাবার দু’জনে খাই যেন
আমরা সহোদর।

কবি আজ কবিতা লিখতে বসেছেন,
নেতাজী ভাষণ দিতে মঞ্চে এসেছেন,
ফটোগ্রাফার আমাদের ছবি দিয়ে দুনিয়া কাঁপাচ্ছেন।
আর ভয়ার্ত শীত অক্টোপাসের মত আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন।
মানবতা আজ শুধু বইয়ের পাতায়,
নেতাজীর ভাষণে আর ছবির ফ্রেমে।

কেন হলাম মানব জাতী?
যদি বেঁচে থাকার মাঝে নাইবা
থাকে মানবতার প্রজ্বালিত বাতি!
মানব আছে,
শুধু মানবতা নেই মানবের কাছে।
আমার আহাজারি, শরীরের দুর্গন্ধ আজো ভেসে বেড়ায় বাতাসে…!

20-01-2018
Kuala Lumpur, Malaysia.

মন্তব্য করুন