Skip to content

শোকের শিরোনাম – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

ভুলবোনা একুশে আগষ্ট
ঝরে গেল কত রক্ত জীবন
মনে করো মরণ একবারি হয়
এবারই প্রথম বারবার নয়।

এর আগেও রক্ত ঝরেছে
কোথাও ছিলে না সুখ
আকাশে বাতাসে বারুদের গন্ধ
একমুঠে যন্ত্রণার অনলে
জ্বলে মরি অন্তরে।

কিছুতো বুঝতে পারিনি সেদিন
ভাবিনি এমন হবে
ফুলের পাপড়ি ঝরে গেল
গুলির আঘাতে আঘাতে।

চোখে মুখে নেমে এলে আঁধার
ভুলবো কেমনে
রক্তের নগরী ঢাকা শহর
ভাসিলো রক্তের আলতা মেঘে।

বারেবারে জ্বলে দহনে দহনে
জ্বলবে আর কতকাল
মুক্তি দাও এবার
মিনতি করি বারেবার।

রাতের গগনে শোকের তারা
ফুটে উঠে হাজার হাজার
এবারই তুমি প্রথম এসেছে
একুশে আগষ্ট।

আগে তুমি ছিলে না কখন
কেন এসেছিলে,
তুমি কেড়ে নিলে আমাদের ভালবাসা
ভুলিবো না তোমারে।

মন্তব্য করুন