Skip to content

শেষ বিন্দুতে দাড়িয়ে – জান্নাত তমা

  • by

বিরক্ত আমি নীতিকথায়।
রাজনীতির লেলিহান শিখা
যদি মানতে পারে মানবতার অবক্ষয় ;
ক্ষমতার জলোচ্ছাস
যদি ভাসিয়ে নেয় বোবা আর্তনাদ;
ক্ষুধার্তের হাহাকার যদি ঢাকা পড়ে
রাজপথের মিছিলের দাবানলে;
তবে-
বিরক্ত আমি নীতিকথায়।

মূল্যবোধ যদি বন্দী-
আজ বিশ্ববিদ্যালয় চত্ত্বরে;
শিক্ষকের মূল্যমান আজ
উচ্চস্বরস্থ রাজনৈতিক বক্তৃতায়;
ইতিহাস যেথা সাহিত্যগাথার
নতুন সৃষ্টি উপকথা;
সেথায় –
বিরক্ত আমি নীতিকথায়।

সভ্য জনতার চিন্তাধারা
যেন বন্দী নির্দিষ্ট সীমায়;
ভাবনার বিষয়ে আধারে ভরা
নষ্ঠ চাটুকারিতায়;
শিক্ষাঙ্গনে ডানামেলা পাখি
বেপরোয়া শ্রদ্ধান্জলি
যুগের মানবতায়;
তাই-
বিরক্ত আমি নীতিকথায়।

বাজারের পণ্য-বিপনীতে চলে
মনুষ্যত্বের বেচাকেনা;
সম্পর্কের ঠুনকো প্রাচীর
দাড়িয়ে আছে অর্থের মাপকাঠিতে-
ওজন করানো বিভীষীকায়;
তাইতো-
বিরক্ত আমি নীতিকথায়।

বিশ্বাসের কাচের জানালাতে
দুর্গন্ধজড়ানো ভালবাসারফুল;
কর্তব্য মানে ব্যাথার দুয়ারে
দায়িত্বজ্ঞানের ছন্দহীন সুর,
অধিকার যেন লোপ পেয়েছে
মূল্যবোধের অভিধানে
স্বার্থের জমকালো আলোয়;
তাই-
বিরক্ত আমি নীতিকথায়।

লজ্জার অর্থ দাড়িয়েছে অসামাজিকতায়;
নগ্নতা কেবলি শিক্ষার প্রতিদান ;
সুক্ষ অনুকরন মহাসাফল্য,
বোকামি যত সব ঐহিহ্যরক্ষায়।
জীবনের ভুল-ত্রুটি- দোষ
প্রবাহমান সামাজিকতায়;
জ্ঞানহীন-
বিরক্ত আমি নীতিকথায়।

নৈতিকতা আজ ব্যর্থ সৈনিকের
অপ্রাপ্ত স্বাধীনতার স্বপ্নঘেরা
নির্বাক অশ্রুঝরা ফাসির স্বাদ;
ভবঘুরে পথিক-
সভ্য নগরের অসভ্য পাড়ার আশ্রয়ে
বিরক্ত আমি নীতিকথায়।

মন্তব্য করুন