Skip to content

শেষ প্রহর

চিঠি এসেছিল শেষ প্রহর রাতে
বিদায় আরতি বেলায়
লিখা ছিল তাতে “ক্ষমা চাই”।
শব্দহীন গৃহে শব্দচয়ন হারায়
বুভুক্ষু হৃদয় কেঁদে ফিরে অতৃপ্ত বাসনায়
ঘোর অমানিশা লেগেছে নিয়তি রেখায়।

হৃদয়ের জলোচ্ছ্বাসে
পূর্বাভাস নাহি থাকে,
অশ্রুধারা ঝরছে আঁখিপাতে
বিলম্ব আজ নিশি পোহাতে,
শূণ্য চতুর্দ্দোলায় হাহাকার উঠে
আনন্দ উল্লাস থেমে যায় হিম শীতে।

সুখ প্রতিমা স্তব্ধ অলিন্দেতে
লেজ কাটা কুকুর কাদেঁ নিভৃতে
কি কুহুকে নিশীথিনী নিজেকে ঢাকিবে প্রাতেঃ,
শকুনির ব্যাবচ্ছেদ শুরু হবে আঙ্গিনাতে
আগামী দিনের প্রভাতে।

মন্তব্য করুন