Skip to content

শেষ প্রতিক্ষা

রাত শেষে দিন হয়
দিন শেষে রাত,
নতুন পাখি শুরু কলরব।
আসমানে তাকিয়ে সূর্য দেয় উকি,
রাত্রি হলে তারারা দেয় হাসি।
এমনি ভাবে চেয়ে থাকি আশার জগতে,
কবে আমার জীবনের
লক্ষ্যটি পূরণ করবো ইহ ভূবনে।
নদীর স্রোত বহমান,সাগরের ঢেউ চলমান;
অতীতের স্মৃতিগুলো থাকবে বিরাজমান।
সবকিছু ভুলে যাই বা না যাই,
শেষ প্রতিক্ষার প্রহরে –
নিজ লক্ষ্যটি
পূরন করতে হবে ভাই।

মন্তব্য করুন