Skip to content

শেষের শুরু

শেষের শুরু
হাকিকুর রহমান

শেষ হইয়াও হইলোনা শেষ,
তাইতো রহিয়া গেলো তাহার অবশেষ।
কাহারে আজিকে কোন সুরেতে ডাকি,
কিছু পাইবার তরে অধীর আগ্রহে থাকি।

ভাবনার আগেই হইলো তো চলা শুরু,
চলিলাম তো অক্ষ হইতে অক্ষে,
বিষাদের ভীড়ে হৃদয় হইলো পুরু।

অরক্ষিত সীমানায় হারায়ে ফেলেছি নিজেকে,
পথটাকে আলোকিত করার সকরুণ প্রচেষ্টা,
ক্রমান্বিত বর্ষীয়ান হইবার আলোকে।

বিস্মরণের ছায়ায় তবুও খুঁজিয়া ফিরি,
দিবাতো ঢলিলো পচিমেই,
আর সমুখে হেরি ধবল গিরি।

আর নহে পশ্চাতে ফেরা,
আর নহে “গতস্য শোচনা” বিলক্ষণ-
দূর হয়ে যাক যত অনুশোচনা,
দূরেতে রহুক সকল অলুক্ষণ।

মন্তব্য করুন