Skip to content

শেখা চাই-পলা ভৌমিক

পড়ে শেখার চেয়ে ভালো দেখে শেখা,
দেখে শেখার চেয়ে ভালো ঠেকে শেখা।
জীবনের পাঠ পড়তে পড়তে চলতে গিয়ে,
জীবনের পথে হোঁচট খেতে খেতে সামলে নিয়ে,
প্রকৃত শিক্ষাটা মানুষ যায় ঠিকই পেয়ে।
প্রকৃতিই হলো এই পৃথিবীতে আসল গুরু,
এখান থেকেই হয়েছ মানুষের শিক্ষার শুরু।
পিঁপড়ে শেখায় নিয়মানুবর্তিতা কাকে বলে !
মাকড়সা শেখায় ব্যালেন্স করে কি করে চলে,
টিকটিকি কি করে সহজেই উঠে যায় দেয়ালে !
মৌমাছিরা মধু বানাতে পারে, আর মানুষ গুড় !
ইঞ্জেকশনের সিরিঞ্জকে হার মানায় মশার শুর,
কে কখন ঘুমায়, মশা ঠিক বুঝে যায়,
আন্দাজ ও দূরদর্শীতা ওদের বহুদূর !
বাঁদরের লাঠি বেয়ে ওপরে ওঠার অঙ্ক,
কিংবা চৌবাচ্চার নলে আসা ও বেরোনো জল,
পরীক্ষায় ঠিকঠাক কষে এলে হতে পারে দারুণ ফল!
কিন্তু মাটিতে পা রেখে সোজা হয়ে চলা,
ঠিক ততটা সহজ নয়, যতটা হয় মুখে বলা !
চারদিকের নানা রকম পরিস্থিতির চাপে,
অনেকেরই মেরুদন্ড আজকাল যায় যে বেঁকে !
প্রতিবাদ করলেই বিপদ হতে পারে বুঝে,
নীরব থাকতে মানুষ তাই যায় নিজেই শিখে।
জেন গেছে, নুন ছাড়া পান্তাভাতও খাওয়া যায়,
যদি আমের রস কিংবা গুড় পাওয়া যায়।
সুতরাং কোনোকিছুর জন্যেই আর অপেক্ষা নয়,
কারো জন্যে না খেয়ে বসে থাকা আর নয় !
খিদে পেলে একা একাই খেয়ে নিতে হয়।
তা না হলেই নানা রোগে যে ভুগতে হয়।
তখন একা নয়, বাড়ি শুদ্ধ জ্বলবে যে সবাই,
কান, নাক মূলেও তখন আর কোনো লাভ নেই !
ভালো থাকতে গেলে সবার আগে সুস্থ থাকা চাই।

মন্তব্য করুন