Skip to content

শুধু স্মৃ‌তিটুকু থাক __ যাহ‌রিন নাজাহ জুম

স্মৃতিটুকু থাক শুধু,
তোমাদের নগরীতে,
আ‌মি নাহয় হা‌রি‌য়েই যাব,
শ্বাপ‌দের কোন নগরী‌তে,
জ‌লে ভাসা প‌দ্মের ন্যায়,
এক যাযাবর অনাত্মী‌য়ের মত,
শুধু বেঁ‌চে থাকার সংগ্রা‌মে ।

আমার নাহয় কেউই নেই
‌সেই ধূ ধূ প্রান্ত‌রে,
আমার প্রিয় নদী‌কে ছে‌ড়ে,
‌প্রিয় স্বজন‌রে দূ‌রে ঠে‌লে,
এক বুক স্বপ্ন নি‌য়ে ,‌কোন এক
কা‌লে এ‌সে‌ছিলাম এই তি‌লোত্তমা
নগরী‌তে ।

‌বিশ্বাস ক‌রো, মাতৃভূ‌মি আমার,
এক‌বিন্দু সুখ পাই নি,
শুধু শূন্যতা, রিক্ততা, আমার
সর্বস্ব জু‌ড়ে ।

আ‌মি সুখী নই, আ‌মি ভাল নেই,
এব বুক কষ্ট নি‌য়ে ,
আবার ফি‌রে যাওয়া
‌সেই নিঃসঙ্গ বালুকা‌বেলায়,

‌কেউ নেই‌, কিছু নেই,
শুধূ শূন্যতা,
ক্রন্দন আমার বক্ষ জু‌ড়ে ।

‌সেই গৎবাঁধা জীবন ,
ঘ‌ড়ি ধ‌রে দৌড়,
আর রাত পোহাবার নিঃসঙ্গতা ,
‌সেই তো আবার চেনা ভি‌ড়ে,
ভীষণ একা লাগা।

‌তোমায় দি‌য়ে গেলাম ,
আমার শৈশব, কৈ‌শোর আর
প্রাক_ যৌবন,পুরা‌নো স্মৃ‌তি‌তে
ধূ‌লিভরা স্কুল লাই‌ফের প্রেম,
আ‌মি ভাল নেই, বিশ্বাস কর ।

‌দিলাম বিদায়, নিলাম বায়ু,
ভা‌লো থে‌কো জন্মভূ‌মি,
‌শৈশ‌বের রূপকথা,
শুধু স্মৃ‌তিটুকু থাক।

ঐ নদী‌টির পা‌ড়ে, আমার পা‌য়ের ছাপ,
আমার নূতন দি‌নের গান,
আর পুরাতন কোন প্রাক্তন,
শুধু স্মৃ‌তিটুকু থাক,
আ‌মি চললাম ।

মন্তব্য করুন