Skip to content

শুদ্ধ শিল্পসাহিত্য ও কবিতা

(কবিতা টা একটু সমালোচনায় আছে।
আপনিও পারলে একটু সমালোচনা করে যান,,,,,,,)

আমি যেদিন মরে যাবো
ঈশ্বর আমায় ক্ষমা করো।

আমি আগুন পূঁজারী নয়
আগুন খেয়ে বাঁচিনা
আগুনের সংগীত জানিনা
আমার রক্ত মাংসের শরীর
তবে ঈশ্বরের বিপরীতে হাটি।

আমি হালালের জানালা ভেঙ্গে
হারাম বানাই
আমি শুদ্ধ কে অশুদ্ধ করি।
পাক কে নাপাক করি
হ্যাঁ কে না করি।

আমি নিজেকে আস্তিক দাবি করি
তবে নাস্তিক পাড়ায় বাস করি।
আমিও আগুনের মতো এক ঘেয়ে
কবিতায় প্রতিবাদ করি।

আমি চাইনা ধনদৌলত টাকাপয়সা কিছু
পরে থাকতে চাই,শুদ্ধ শিল্পসাহিত্য আর কবিতার পিছু।

২৪ জ্যৈষ্ঠ ১৪২৭

মন্তব্য করুন