Skip to content

শিরোনামহীন-১- রুবাইয়াত

  • by

ভালোবাসা বড়ই অদ্ভুত –
আছে তো আছে –
সমুদ্রের উথাল-পাথাল ঢেউয়ের মতো,
নিঃশব্দ বাতাসের মতো,
শিরায় শিরায়,
রন্ধ্রে রন্ধ্রে |
আর যখন নেই, তো নেই –
কোথাও নেই,
কোনোখানে নেই,
মৃত মানুষের মতো হারিয়ে যায় চিরতরে –
কবরের নিকষ কালো অন্ধকারে চাপা পরে যায় |
মনের কুঠুরিতে হয়তো মাঝেসাজে জোনাকির মতো জ্বলে ওঠে –
পরমুহূর্তেই নিভে যায় কালের গহীন অন্ধকারে |
বড়ই অদ্ভুত এই ভালোবাসা –
কখনো তিলতিল করে গড়ে তোলে তাজমহল –
সময়কে হারিয়ে যার মোহ থাকে অনন্তকাল;
কখনো বা ঠুনকো কাঁচের মতো –
পলকেই ভেঙে চুরমার হয়ে যায় –
জোড়া লাগে না কিছুতেই |
কাউকে যেমন জোর করে ভালোবাসা যায় না,
তেমনি জোর করে ভালোবাসার রং মুছে ফেলাও যায় না |
কখনো কখনো পাহাড় টলানো যায়,
কখনো বা টলটলে পানি কঠিন বরফে বদলে যায় |
বড্ডো স্ববিরোধী এক অনুভূতি !
তবুও মানুষ ভালোবাসা চায়,
ভালোবাসতে চায়,
ভালোবাসে !

মন্তব্য করুন