Skip to content

“শহীদের আকুতি”

লওহে মাহফুজ শান্ত

ফুল দেবে? না, অন্ন দেবে বন্ধু ?
আমি ভাষা শহীদের আত্মা।
অনাথের বেশে জংশনে বসে ক্ষুধায় কাতর প্রাণে
বেদীতে আমার পুষ্প দিও না
অন্ন দিও মোর সন্তানে ।

যারা অনাথ-এতিম-আশ্রয়হীন-বেওয়ারিশ সন্তান
সালাম-শফিকের রক্তদানে ,
তাদের দিও খাদ্য-বস্ত্র আর একটু বাসস্থান।
ফুল দিও না বন্ধু আমায় সন্তান আমার অনাহারে,
ফুলের অর্থে চিকিৎসা দাও চিকিৎসাহীন অনাথেরে।

আতোশবাজি বন্ধ করে অন্ধজনে দাও আলো,
রক্তদানের পূণ্য বুঝে শূন্য করে দাও কালো ।

যে ভাষার তরে রক্ত দিলেম কেন রে আজ সেই ভাষা
সন্তান দ্বারা লাঞ্ছিত হয় কেন রে তার এই দশা?
নিজের মূল্য নিজে না দিলে কে দেবে আর মূল্য তার?
তাই ফুল না দিয়ে ভালোবেসে চর্চা কর এই ভাষার।
লওহে মাহফুজ শান্ত

মন্তব্য করুন