Skip to content

শরণার্থী প্রেমিক – দালান জাহান

শরণার্থী প্রেমিক
দালান জাহান

প্রতিটি নিঃশ্বাস যেন বেদনার দীর্ঘ ট্রেন
অভিজাত অহংকার অধ্যয়নে
চলে যায় সে হৃদয় বিদীর্ণ করে চলে যায় ।

আষাঢ় শ্রাবণ চোখে তবুও
প্রশ্ন তুলে কাজল কোকিল
না বলা কথাগুলোর হাজার কথায়
মরা নদীর ঢেউয়ে ভেজায় নতুন ঘুড়ি
পুরণো সেই শিবির থেকে
ওঠে আসে শরণার্থী প্রেমিক
প্রতিটি নিঃশ্বাস যেন বেদনার দীর্ঘ ট্রেন
ভালোবাসা জ্বলতে থাকে , জ্বলতে থাকে
বিরাবান আরাকানের মতো।

দালান জাহান
সখিপুর ।

মন্তব্য করুন