Skip to content

শব্দ যখন যন্ত্রণা

শব্দ যখন যন্ত্রণা
****((প্রতিভা দে।২৬/২/২০২০?/
শব্দগুলো অন্ধকারে বদ্ধঘরে ডুব মারে।
বন্ধ ঘরে আলো নিবিয়ে
রক্ত খায় চুরি করে।
সেখানে নাই প্রত্যক্ষ দর্শী
যা আছে সব এক দরে।
যার উপরে চড়ার হয়
সে থাকে ভয়ে মরে।
সংসার ,সমাজ,দেশ
সবখানেই এক ই বেশ।

,🔎🔎🔎🔎.

মন্তব্য করুন