Skip to content

শপথ

গড়ায় শ্রমিক তোমার দুচোখ দিয়ে-
গঙ্গা যমুনা
মনের বরফ জমা আছে ,
অগাধ সম্ভাবনা!

জোট মিছিলে থমকে দাঁড়ায়-
এই পৃথিবী
সবপাওয়ার এই ভরসা গানে,
দেখলে তুমি ছবি!

যখন এলো কোটি প্রাণে-
হও সামিল
তোমার আমার শপথ শেষে,
এটাই মিল!

তবে এবার লম্বা চল গ্রাম হতে
সুদূর বন্দর
অচেনা পথ ধরে মাঠ পেরিয়ে,
অমোঘ শহর!

রুক্ষ ক্ষেতের কিষান আর
কতদিন সবুর
কাস্তে লাঠি এবার তোল সামনে,
পাবে মজদুর!

বঞ্চিতরা রক্তে ঘামে লাল,বুঝবে-
কবে অবুঝ
শাসক-প্রভু কাড়বে ওরা তোমার,
দেহের সবুজ!

শ্বাপদ-দৃষ্টি কিম্বা তুচ্ছ কর-
সান্ত্বনাটা পাওয়া
ঘর নেই তবু হাঁট এবার,
ঘরের দিকেই যাওয়া!

মন্তব্য করুন