Skip to content

লেখার বাসনা – উত্তম চক্রবর্তী

লেখবো বলে আশা ছিল
ছোট বেলা থেকে,
কেমন করে লিখতে হবে
জানা নেই একে।

কবিতা আর রচনা যে
কতো আছে মনে,
জানিনা তো ভাষা শব্দ
বাক্য ছন্দ পণে।

আপন মনে বসে বসে
ভাবছে শুধু কবি,
সাহস নিয়েই লিখি তবে
যাহা আসে সবি।

জানিনা-তো হবে হয়তো
কাব্য যাহা লিখি,
ভবিষ্যতের আশায় আমি
কাব্য ভেবে রাখি।

তাং -০৭/০৭/১৮

মন্তব্য করুন