Skip to content

লাগে শুধু একটি হৃদয় – সুবীর মণ্ডল

  • by

আবেগের নদী সে তো কবে গেছে শুকিয়ে-
ঊষর বালির প্রান্তরে,
তবুও আবেগে জল আসে নিধি ভরে।

ঝরণার জলে পাই না প্রেমের পরশ-
ছন্দে পাই না কোন তাল লয়,
তবুও প্রেমের শব্দে হৃদয় দোলায়।

ফুলের গন্ধ খেয়ে নিয়েছে মধুকর-
পরাগ শুকিয়ে মরা কাঠ,
তবুও শুকনো ঘ্রাণে সিক্ত হৃদয় পট।

আলোর রোশনাই চোখ ঝলসায়-
চোখের উপর আরো দুটি চোখ চায়,
অনুরাগ চাহুনি এখনো ভাবায়।

রাগ অনুরাগ কিছুই কম না বোঝায়-
লাগে না ছন্দ, গদ্য তাল লয়,
ভালো বাসতে লাগে শুধু একটি হৃদয়।।

মন্তব্য করুন