Skip to content

রাতের মৃত্যু

রাতের অন্ধকারকে মুছে দিয়ে
ভোরের আলো ফোটে অবশেষে,
রাতের ফুল ঝরে, ঘাস মাটির পরে
গন্ধ বাতাসে, ফুল পরে থাকে।
দিনের আলো, ঘুম ভাঙ্গা সকালে
রাতের চিহ্নগুলো মুছে দিয়ে
নতুন ভাষায় লেখে তার নাম, প্রকাশ ;
ধূসর শহরে রঙের বৈচিত্র্য
ছড়িয়ে পরে গ্রাম থেকে গ্রামে ,
শ্যাওলা ধরা সিঁড়ি, বটের ঝুরি
পরজীবি গাছ খায় দোল আমগাছে,
হঠাৎ ঝোড়ো হাওয়া উড়ে যায়।
একটা হাস্নুহানা পথের ধারে
চেয়ে চেয়ে দেখে, রাতের মৃত্যু।

মন্তব্য করুন