Skip to content

রবীন্দ্র ও নজরুল – রাজা চক্রবর্তী

বৈশাখেতে জন্ম রবির,
জ্যৈষ্ঠতে নজরুল।
তাঁদের লেখা কবিতা গানে,
বিকশিত শত ফুল।

গীতবিতান গীতাঞ্জলি,
অগ্নিবীনা, বিষের বাঁশি।
সুরের মূর্ছনায় জাগে প্রাণ,
বঙ্গের মুখে হাসি।

জোড়াসাঁকো ও চুরুলিয়াতে,
জন্ম রবি ও দুখুর।
একজন ছিলেন জমিদার বংশের
অন্য জনের সে সব সুদূর।

কবিতা,গল্প,গানে তাদের দুজনের
ছিল না লেখার বিরাম।
কাগজ পেলেই লিখে যেতেন,
ভালোবাসা,প্রেম,ও সংগ্রাম।

দুঃখ তাদের দিয়েছিল যাতনা
জীবন সংসার পিষে।
নতজানু হয়েছিল দুঃখ তাদের
লিখেছিলেন উপন্যাসে।

বাঙালির জন্ম, কর্মে মিশে আছে
রবীন্দ্র ও নজরুল।
বাঙালির প্রেম বাঙালির ভালোবাসা
একই বৃন্তে দুটি ফুল।

প্রকৃতির সাথে নির্মম প্রেমের সম্পর্ক
শিখিয়ে গেছেন রবি।
নজরুল শিখিয়েছেন মানবিক প্রেম,
ধন্য তুমি হে কবি।

তোমাদের সৃষ্টিতে আপামর বাঙালি
সাহিত্যের সাগরের ডুবি।
বিশ্বের দরবারে রবীন্দ্র-নজরুলকে
ভুলবেনা মানব-মানবী।

1 thought on “রবীন্দ্র ও নজরুল – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন