Skip to content

রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমার ভাই-এর তাজা রক্তে রাঙানো
স্বর্ণাক্ষরে লেখা নাম –অমর একুশে ফেব্রুয়ারি।
সেই অমৃত নাম, আমি কি জীবনে- মরণে কখনো ভুলিতে পারি?
না। তা আমি কখনো ভুলিতে পারিব না।
‘নক্সীকাথাঁ বোনা রাতে স্বপ্নের প্রভায়’ রঙিন
নক্ষত্রের মতো জ্বলে ওঠে,অমর ভাষা শহীদ —
আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, আব্দুস সালাম,
আব্দুল জাব্বার,এবং শফিউর রহমানের নাম।
বঙ্গ মাতার চির বীরসন্তানদের আত্ম বলিদানে
আমার মায়ের মুখের ভাষা, মাতৃভাষার
কৌস্তুভ মৃগসম সৌরভ পৌঁছে গেছে
বাংলাদেশ, পশ্চিমবঙ্গ অতিক্রম করে ত্রিপুরা, আসাম,
দক্ষিনের কর্ণাটক, সুদূর দীপপুঞ্জ আন্দামান।
বাংলার রামধনু বিকেলের আকাশ জুড়ে,
বর্নে- গন্ধে ছড়িয়ে আছে একুশে ফেব্রুয়ারির নাম।

একুশে ফেব্রুয়ারি শুধু ক্যালেন্ডারের শুকনো পাতায় লেখা একটা দিন নয়।
একুশে ফেব্রুয়ারি একটা বিপ্লবের নাম।
জোর করে চাপিয়ে দেওয়া পাকিস্তানি উর্দু ভাষার বিরুদ্ধে
আপোষ হীন সংগ্রমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃ প্রকাশ।
একুশে ফেব্রুয়ারির হাত ধরে একবিংশ শতাব্দীর
ঝড়-ঝঞ্জা অতিক্রম করে দুরন্ত বেগে ধাবমান ষ্টীমার,
বিশ্বের বাইশ কোটি বাংলা ভাষাভাষী মানুষের জয়গান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো ‘ফ্যাকাসে দেওয়ালের রাত্রিমাখা গন্ধে’
মর্মরিত সেকালের পাকিস্তানি সশস্ত্র বাহিনীর
পৈশাচিক গোলা বারুদের উল্লাসী সন্ধ্যে।
রৌদ্রছায়া উল্কি আঁকা গ্রাম বাংলার নিকানো উঠানে,
কাঠের পিঁড়েতে বসে এখনো শোনা যায়….
ঐ দূর নীলচে আকাশে বেতারে ভেসে আসা,
সবুজ ধানের মাঠ,জ্যোৎস্না আলোকিত নদী বক্ষের
ভাটিয়াল, মুর্শিদি গানের চির পরিচিত সেই সুর।

আমার মায়ের সযত্নে লালিত যে ভাষা
সেই ভাষার অমৃতোপম নাম বাংলা ভাষা।
কি বৈচিত্র্যময় তার কথন শৈলী?
রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী,ঝাড়খণ্ডী,রাজবংশী উপভাষা,
সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের এই ভাষাতেই মিটে মনের আশা।
এই ভাষাতেই ধ্বনিত শিউলি ঝরা সকালে
“জনগনমন-অধিনায়ক জয় হে”
“আমার সোনার বাংলা-আমি তোমায় ভালোবাসি
“দুটি সার্বভৌম দেশের জাতীয় সংগীতের ঐক্যবোধে,
এপার বাংলা অপার বাংলা ভাই ভাই আজও পাশাপাশি।
আমি গর্বিত এই অমর বাংলা ভাষার তরে,
বাংলার বিজয় পতাকা বিশ্ব কবি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম,
পৌঁছে দিয়েছে প্রাচ্য -পাশ্চাত্যের দ্বারে দ্বারে।
ইউনিসেফ রেখেছে বাইশ কোটি বাংলা ভাষীর মান,
একুশে ফেব্রুয়ারি তাই পেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান।
আমার মায়ের মুখের ভাষা,আমার মাতৃভাষা,
যাদের আত্মবলিদানে গৌরবান্বিত বাংলানাম,
সেই অমর বাংলা ভাষা শহীদরা অন্তরে পেয়েছে ঠাঁই
অন্তরের অন্তঃস্থল থেকে জানায় শহীদদের শত কোটি প্রনাম।

মন্তব্য করুন