Skip to content

রক্তাক্ত ফুল

মুখে বলি বাংলা ভাষা সমস্বরে তাই,
মাথা উঁচু করে থাকি মুক্তমনা জাতি,
ভেদাভেদ নেই কোনো ঐক্যে থাকা চাই,
সমতার সুর করে জাগি দিবারাতি,
এমন বন্ধন আর কোনো দেশে নাই,
সর্বময় পাশে থাকে নিয়তির জ্ঞাতি,
করুণাময়ের কৃপা আমি খুঁজে পাই,
বেশ আনন্দের মাঝে করি মাতামাতি।

শত শত যে মানুষ শহীদ হয়েছে,
জীবন বাজি রেখে তো পথে নেমেছিল,
বিলিয়ে তাদের প্রাণ উৎসর্গ করেছে,
রাজপথে একসাথে রক্ত দিয়েছিল,
লাল কৃষ্ণচূড়া ফুল রক্তাক্তে ভরেছে,
এতো বলিদান আজ মন কেঁড়ে নিল।

কমলপুর, বিরল, দিনাজপুর।

মন্তব্য করুন