Skip to content

রং বদল – মল্লিকা রায়

মুখের ওপর আরেকটি মুখ
চোখের ভেতর চোখ
কথার ঘাড়ে কথার প্রবেশ
খানিক ঢাকা হোক্ ।
মাথা ঘামায় অন্য মাথা
নাক গলানো ভান্
সুখের ঘরে কার সমাচার
অারেক সে সন্ধাণ।
খায় না মাখে কোন্ অতিথী
কে কার অধিকার?
কে বলে কার আদত কথা
কিসের প্রতিকার ?
প্রেম বলে মুখ আরেক মুখে-
বাঁকা হাসির ছল্
দুই সেঁতুর-ই প্রগাঢ় বাঁধণ
জলের ভেতর জল।
ছল্ করে মন্ অন্য মনে-
ভালোবাসার ঢল্
অন্য চোখে ঝলক লাগে
ব্যাপক কোলাহল।
বলতে বাধা লাগলে ধাঁ ধাঁ
অন্য মুখের জের্
খুব চেনা মুখ মুখোশ ঢাকা
সবকিছু হেরফের ।
অন্য সে মুখ হিংস্র দারুণ
অন্য চোখে দ্বেষ
আরেক মুখে স্বভাব মাখা
ভালোবাসার রেশ।

মন্তব্য করুন