Skip to content

যৌবনকে অঙ্গীকার

তুমি চলে যাও,
আমি এখন যেতে পারব না;
সেরকম কোন কাজের চাপ নেই,
কিন্তু আমি যাব না,
তুমি চলে যাও।
তোমার যে বুক
আজ ঝরা বসন্তের পরে
নির্লিপ্তভাবে বেড়ে উঠেছে;
যাও, সৌখিন অনুভূতিগুলো
কোমল কাপড় দিয়ে ঢেকে রাখ।
তোমার ওই বুক
তোমারই আভিজাত্য,
তোমার ঠোঁটে তোমার লাবণ্য,
তোমার কালো চুলে
তোমার অনেকদিনের সুখ
আর আমার কাছে শুধুমাত্র
ভালবাসা; বলতে পার-
একটা পবিত্র সম্পর্কের স্বাদ।
তোমার ওই বুকের ভিতর
লুকিয়ে আছে আমার ভালবাসা
আর তোমার চরিত্র।

মন্তব্য করুন