Skip to content

যেতে চাই – ঝিলিক চক্রবর্তী

একগুঁয়ে প্রতিবাদী হতে চাওয়া মেয়ে
শোনে এক অলৌকিক ডাক
“একা থাকতে কষ্ট হচ্ছে”—
হৃদপিণ্ডের রক্ত বিন্দু দ্রুতলয়ে নাচে
যেন উন্মাদ,
দেহগন্ধ ডেকে উঠে, আয়
আর মাত্র কয়েকটা মুহূর্ত—
দাঁড়িয়ে যাও, এ জীবনের বাগানে
হে ইশ্বর এবারে আমি পলাতক হব ।।

1 thought on “যেতে চাই – ঝিলিক চক্রবর্তী”

  1. যেতে চাই,
    নমস্কার, ঝিলিক– আমি বৃদ্ধ এক পাঠক, আপনার লেখা পড়ে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার ভীষণ সম্ভবনা সম্পন্না, পর্যবেক্ষণ করে, অপূর্ব ভাষা বিন্যাসের ব্যঞ্জনা পূর্ণ শব্দ চয়নে আপনার লেখার মাধুর্য বাড়িয়ে এক আশ্চর্য অভিজ্ঞতা সম্মুখীন পাঠক হিসেবে আমাকে দাঁড় করিয়েছেন।
    অনন্ত শুভেচ্ছা রইলো।

মন্তব্য করুন