Skip to content

যা হবার নয়

  • by

সিক্ত দু’চোখ মেলে রেখেছি তাই
গনগনে রোদ্দুরে;
কমবে কি কান্না কখনও আর একটু বেলা হলে ?
কাঠ শুখিয়ে চৌচির,
শুধু মন শুখায়নি এখনও
খল, বিল, নদী-নালা কোথাও জল নেই একটুও
ব্যতিক্রম শুধু পোড়া কপাল খানি।
মনের ঘুটঘুটে অন্ধকারে এসেছিল যারা,
তারা আর ফেরেনি অন্য পথ দিয়ে।
স্বপ্নে দেখেছি নিজেকে অনেক বার,
দেখা হয়নি শুধু বাস্তবে।
যা হবার নয়,
তা হয় না কখনও জোর ক’রে;
যা হবার নয়,
তা হয় না, হয় না, হয় না
হয় না নতুন ক’রে।

মন্তব্য করুন