Skip to content

মেয়েলি – চিরশ্রী দেবনাথ

মেয়েলি
….চিরশ্রী দেবনাথ

যখনি লিখতে চাই কিছু
মেয়েলি অক্ষরে ভরে যায়
প্রতিটি শব্দকে
দিতে চাই পুরষালি শিরস্ত্রাণ
ঝকঝকে অহংকার,
স্তব্ধ ও যোদ্ধা হ্রদয়
শেষপর্যন্ত শুধু শব্দকুঠরীতে
ঢেলে দিই সস্তা আবেগ
মনে হয় প্রস্তর যুগে গাছের
নীচে বসেছিল যে অনার্য
মেয়ে সে শুধু গুল্মলতা আর
জড়ানো কিংশুক দেখেছে
তাকেই ভ্রুণে লালন করেছে
আমি যাবো প্রথম
পূর্বজার কাছে,
আবার ফিরে আসবো,
প্রতি জঠরে জঠরে আমার গায়ে
জমবে খনিজ আদ্রর্তা
তারপর ধাতব ত্বক ঢেকে নেবে আমাকে
রাত্রির অন্ধকার জমেছে
কলমে, তাকে দিতে চাই
মন্দাক্রান্তা ছন্দ,
ও একটি নিরপেক্ষ উষ্ণীষ

মন্তব্য করুন