Skip to content

মেয়েটি বহুদিন হাসেনি________এফ এইচ সজল

  • by

মেয়েটি যখন প্রান উজার করে হাসছিলো
ওপরে আকাশে জমানো মেঘ
যেন নিমিষেই রৌদ্রের আড়ালে পরে গেলো
প্রানবন্ত প্রান চঞ্চল এক মুষ্ট সুখ বুকে বিঁধে গেলো
চোখের কোণায় কয়েক ফোটা জল
গড়ে নিমিষেই করে তুললো আরো সতেজ দীপ্তিময়।
বহুদিন মেয়েটি এভাবে হাসেনি
বহুদিন এভাবে আকাশে সোনালি রৌদ উঠেনি
বহুরাতে উঠেনি কোন তারা
বহুদিন দীপ্তিময় পৃথিবী ছিলো নিবিড় কুয়াশায় ঢাকা।
মেয়েটি মাঝে মাঝেই প্রানবন্ত হাসি উপহার দেয়..
মেয়েটি মাঝে মাঝেই চোখের জল গড়িয়ে দেয়..
বিস্মিত যতবার দেখি তারে দু’চোখে স্ব’চোখ,
আকস্মিক ততবার মুগ্ধ হই তার প্রানবন্ত উচ্ছ্বাসে।
অথচ মেয়েটির দেখার মত তেমন সৌন্দর্য ছিলোনা
অথচ মেয়েটিকে ভালোবাসার মত কোন দিক ছিলোনা
অথচ মেয়েটির হাসি যেন সব অভিমান ধ্বংস করে
দিয়ে হৃদয়ের খুব গভীরে জায়গা করে নিলো সহজেই।

১৯ অক্টোবর ২০২০ ইং।

মন্তব্য করুন