Skip to content

মেঘকুমারী – তূর্য অমিত

মেঘকুমারী, ঘুমের দেশে গেলে নাকি,
শুনতে কি পাও আমার কথা ?
মেঘদূপুরে বুক ঝমঝম,
বাজছে এখন দারুন ব্যাথা ৷৷
উঠছে দুলে কলমীলতা, ক্ষেতকুমারীর হার ,
বাদল হাওয়ায় ওরা যেনো মুখ করেছে ভার ৷
মেঘকুমারী, আজকে বুঝি ভাসলে পারাবার ৷৷
বিকেল গড়ায়, সন্ধ্যে নামে দূর নদীর ঐ বাঁকে ৷
মন উচাটন, বাদল গগন, কলসী তারই কাঁখে ৷৷
এমনি কোনো শাওন মেঘে পেয়েছিলাম তোরে ৷
মেঘকুমারী জড়িয়ে নিলি, বাঁধলী এমন ডোরে ৷৷
ডাকতে দেয়া, বাইলি খেয়া, নামলো মেঘে বান ৷
মেঘকুমারী, কই হারালি, মন করে আনচান ৷৷
আজকে এমন বাদল দিনে, স্মৃতির দরজা খুলে,
সেই মেঘেদের খুজে ফিরি, তোমার ব্যাথা ভুলে ৷৷
যে মেঘেদের কোনো রং নেই, নেই কোন সুর, নামও নেই ৷
যাদের বাড়ির ঠিকানা নেই, যা জেনেছি তাও মনে নেই ৷
মেঘকুমারী মেঘের দেশে, ভাসলো বানের জলে ৷৷

মন্তব্য করুন