Skip to content

মৃত্যু

মৃত্যু মারা যায় না
কারোর ডাকে রাকাড়ে না ।
মৃত্যু আতঙ্ক ভয় জ্বর শূন্য
মৃত্যু অহঙ্কারবোধ একলা
মৃত্যূ অঙ্ক অদৃষ্টের ধারধারে না ।

কারোর দু’পায়ে বা দু’হাত ধরে বলে না
আমার জীবন ফিরিয়ে দাও ।
মৃত্যু যুদ্ধ শেষ কুল অবশেষে বলে না
আমার জীবন জিরিয়ে দাও ।

মৃত্যু মনিব শরীরের শরিক মৃত্যু ভবিষ্যত
ভাগ্যের ধারধারে না ।
মৃত্যু রোগ মৃত্যু ভোগ জেগে থাকার শর্ত
ধাপ্পার ধার ধারে না ।

মৃত্যু বিদায় মৃত্যুর চোখে নিশ্চুপ কান্নার
অল্প ঘুম ।
মৃত্যু প্রেম মৃত্যু বিষ অসুস্থতার আরোগ্য
সুস্থ ঘুম ।
মৃত্যু আঘাত মৃত্যু বিশ্রাম হাড়ের নিশ্চিন্ত
মগ্ন ঘুম ।
মৃত্যু ইচ্ছে বেঁচে থাকা শরীরের ফাঁকজুড়ে
অনন্ত ঘুম ।
মৃত্যু ছাই মৃত্যু যায় মৃত্যু আসি
মৃত্যুর ঠোঁটে মৃত্যুর একলা বাঁশি ।

বিকাশ দাস / মুম্বাই

মন্তব্য করুন