Skip to content

মূর্তি

,,, “মূর্তি”
সুবীর মণ্ডল
অণ্ডাল, ১১/০৩/১৮

পাথরের মূর্তিটি দাঁড়িয়ে পথের ধারে
কাটে দিন এমনি করে যুগ যুগ ধরে।
ভোটের দামামা বাজে গণতন্ত্রের পঞ্জিকায়
ঘুরে ফিরে আসে ভোট সঠিক সময়।

আওয়াজ ওঠে ভোট পাখিদের সমবেত
রঙ বেরঙের মিছিলে জমায়েত শতশত।
জিন্দাবাদ, মুর্দাবাদ, নিপাত যাক সব
পরিবর্তনের তাগিদে জনগন সরব।

পাষাণ দর্শক দ্যাখে রাজনীতির পালা
স্মরনীয় দিনেও কেউ পরায় না মালা।
দিনে দিনে গরিমা হারায়, গ্রাসে আবর্জনা
ভবঘুরে, পাগল, কুকুর গড়ে আস্তানা।

মল মূত্রে শরীর ভেজে, পদতলে পায়খানা
কাক শালিখের অত্যাচারে কুৎসিত চেহারা
পক্ষ বসে বিপক্ষে, বিপক্ষে পক্ষ
পালা বদলের স্বাক্ষী নির্বাক নিরপেক্ষ।

চরম বদল আসে একদিন শাসন যন্ত্রে
পাথর হৃদয়ে জাগে শঙ্কা, জল ভরে নয়নে।
কালের দোষে দোষী সাব্যস্ত, নিদান দেয় জনতা
হাতুড়ি ছেনির আঘাতে শেষ হয় শোভা যাত্রা।।

মন্তব্য করুন