Skip to content

মুহূর্ত – চয়ন

  • by

নিমেষে পলক ফেলে , একদিন এসেছিল
কয়েকটা সেকেন্ডই আবার সে হারিয়ে যায় …
মুহূর্ত বন্দি হয়েছিল এক মুহূর্তেই ,
সময় সেখানেই থেমে, স্মৃতির পাতায় |
তাকে আমি দেখেছিলাম সেই প্রথম ও শেষবার ,
চরম ব্যাস্ততার শিয়ালদহ স্টেশন ..
টিকিট টা কেটে সাউথ সেকশন এ দাঁড়িয়ে
হঠাৎ একটা ধাক্কা পেছন থেকে ,
তাড়াহুড়ো তে হয়তো ,
আলতো করে তোমার ঠোঁট থেকে “সরি ”
ওই এক মুহূর্তে তোমার শাড়ি,
চোখের কাজল ,গলায় অক্সিডেন্ট এর হার ,
খোঁপায় রজনীগন্ধার মালা ,কপালে টিপ্ ,
আমায় ওই মুহূর্তে নিস্পলক করেছিল সেদিন |
তারপর “সোনারপুর লোকাল ” এ তাড়াতাড়ি উঠে গেলে তুমি
আমি যেন হিপনোটাইজড হয়ে , হারিয়ে ফেলি জ্ঞান বোধ ..
সম্মোহন শক্তি ছিল বোধ হয় তোমার চোখে ,
আজ সেই স্মৃতি নিয়ে যখন শিয়ালদাহ স্টেশনে দাড়াই
মনের মাঝে উঁকি দেয় সেদিনের সেই মুহুর্ত,
দেখা কি আর হবেনা ?
“আমাদের গেছে যে মুহুর্ত , তাকি একেবারেই গেছে ?”

মন্তব্য করুন