Skip to content

মিনতি – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

মরণের ডাক এসেছে মোর আজি
জীবনের সকল হিসাবের খাতা খুলে দেখি
সমীকরনে হয়ে যাই বারেবার পেরেশন
শিশুকাল কেটে গেল মোর মায়ের আদরে
বাবার ভালবাসা ছিলে অন্তর জুড়ে
হাসিয়া খেলে কেটে দিন,এলে কিশোর বেলা
নানা রকম খেলাধুলা আর কত রকম দুষ্টমি
শুধু আমি ছুটে চলেছি দুরে,বিশ্রামের নেই
গিয়েছে সে দিন,যৌবনের আগমনি বার্ত এলে
হাসি আর আনন্দ গানে নিত্য সাজায় জীবন
কর্মস্থান আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে সারাবেলা
বাঁধিয়াছি নানা স্বপ্নের খেলা ঘর, কত আশা
এদিকে ওদিকে ছুটাছুটি হানাহানি মারামারি
ঘরে ঘরে করেছি কত অন্যায় অনিয় অবিচার
করেছি ছিলনা কোন বাঁধা,আজ তা মনে পড়ে
বক্ষ আমার হয়ে ভারি,এযেন পাষাণের পাহাড়
শোধরাবার সময় তো নাই, কেঁদে লাভ নেই আজ
আমারও বিদায়ের বেলা দেখি কত লোক আমার চারপাশে,
ওরা কি কেউ আমার বুকের কষ্ট জানে,
যত যায় বেলা,তত বাড়ে জ্বালা,হয়না হয়না
মোর জীবনের সমীকরণের মিলে,কত জ্বালা মনে
তড়িঘড়ি লুকাবার পথ নেই আজ আমি ফাঁদে
ঘর বাড়ি আসবাপত্র কত,টাকা পয়সা শখের পোশাক সবি যাব ছাড়ি,অথচ এরি লাগি করেছি কত ছুটাছুটি
সবি রহিয়া গেল,আমার সঙ্গি কেহ নাই,একা এসে ছিলাম,একাই যাই চলে।

আমারে ডাকে আদিম শিখর,যেতে হবে যাই
যেখান থেকে আমি রুপান্তর,যার রুপ রসে আমার বেড়ে উঠা,এত দিনের পথ চল,আমি ছুটে যাই,সেখানে রহিয়া আমার পিতা,তার পিতা,পূর্বপুরুষ,সেথায় আমার আসল ঠিকানা
শুরু হবে নতুন জীবন,নতুন বসবাস,কর্ম আমার তেমন ভাল নয় বন্ধু, কি আছে ভাগ্যে
নিদানের কালে সঙ্গী কেহ নাই,আল্লাহ তুমি আমায় কর ক্ষমা,আমি তোমার পাপী বান্ধা, তোমারে ভুলে করেছি আমি ভুল,করেছি আমি পাপ,তুমি রহীম রহমান, তুমি দয়াময়,আমারে কর মাফ,
তুমি ছাড়া কে আছে মাবুদ জগৎ সংসারে
বুজিয়াছি আজ আমি বড় নিদানে,তোমার আশায়
রহিলাম ঘাটে পার কর তুমি,তুমি ভিন্ন নাইরে কেহ এলাহী
তুমি বাঁচাও আমায় সর্ব গ্লানি মুছে দাও
দাও গো তুলি সরল পথের ঠিকানা
যে পথে চললে তুমি খুশি মনে লাগে শান্তি
যে পথে চলেছে তোমার প্রিয়জনেরা
চালাও সেপথে,তোমার কাছি মিনতি করি
সকল পাপ দাও গো মাবুদ মুছে
ক্ষমা করে দাও সকল অন্যায়
দাও হালাল রিজিক,
মানুষের সাথে মিলেমিশে থাকি
মানুষ ভালবেসে থাকি সবার উপকারে
তুমি আমায় অন্তরের সকল কালিমা মুছে দাও
তুমি পার কর মাবুদ আমারে।

আমার অন্তর তুমি কর শুদ্ধ চিত্ত
তোমারে যেন ডাকি বারেবার
জগতের যত সুখ চাইনা আমি
তুমি দাও দরশন,স্বপ্নের মাঝে
তোমার বান্ধা হিসাবে কবুল কর মোরে,
আমি চাইনা যশ,চাইনা খ্যতি,অমরত্ব চাইনা
সত্যের মাঝে বেঁচে থাকিবার চাই
ফিরিয়ে দিওনা মাবুদ আমারে
তোমার কাছে হাত পেতেছি
আর কেউ নাই,তুমি আমার প্রভু পথ দেখাও মোরে
আমার বিদায়ের আয়োজন,কোন দুঃখ নেই মনে
আমার দ্বারপ্রান্তে শোনাও শান্তির বাণী
চুপিচাপি বসে মনে মনে তোমারে ডাকি
মায়ের পায়ে বেহেস্ত আছে তোমার বাণী
আমি করিনি তো সেবা,ক্ষমা কর তুমি
বসিয়া রহিলাম তোমার আশায়
খোলো হে মওলা তোমার দ্বার
আমার হৃদয়ে ভালবাসা দাও,তোমার কাছে তুমি চাইতে বলছে, তাই তোমার কাছে অধিকার
আমার সময় ফুরিয়ে গেলে,চলে যাব যখন
থাকবে শুধু স্মৃতি, তবু বলি মাবুদ চাইনা আমি যশ,চাই তোমার আর্শিবাদ।

ওরে মোর মন মাঝি
কোথা হতে এত সুর পেলি
গাইলি গান সারা জনম
দেখিনি আমি তোরে।
কেমন করে রাখবো ধরে পাখি
উড়ে যবি তুই শুন্যের নিড়ে
থাকবে মাটির দেহ
এত ভালবাসা,এত স্নেহে
বাঁধলি কেন বলি,
ব্যথিত হৃদয় পাখির লাগি
প্রার্থনা শুধু করি মর্মে
এ জগতে মিথ্যার বাঁধন
তবে কেন মিছে মায়ায় জড়ালে
চলে যাব আজ নেই সংশয়
স্নেহের প্রবল সংগোপনে
হাসিয়া চলি সংসার সংসার ছেড়ে
শুধু চোখে জল ভরে
তুমি ক্ষমা কর মাবুদ আমারে
এখনি মুদিব নয়ন,খুলিবো না
আর সুন্দর ভুবনে।

কবরে তুমি প্রশ্ন করিবে জানি
আমি তো অধম পাপী,কি দিব উত্তর
তুমি দয়াকর মাবুদ,আমায় কর ক্ষমা
তুমি ভিন্ন কে আছে আর তোমার সমতুল্য
কবরে তুমি শাস্তি দিবে,কত কঠিন
আমি সইতে পারবে না
তুমি মুছে দাও মনের সকল কালিমা
আমি চাইনা পৃথিবীর সুখ
কেড়ে নেও সকল সম্পদ
ক্ষমা কর এই পাপী অধম কে
কবরে তুমি শাস্তি দিও না।

আমার পাপে ছেয়ে গেছে সমস্ত আকাশ,
পৃথিবী ভরে গেছে পাপ,পাহাড় সমান
তুমি এক আল্লাহ, তোমার শরিক নাই
তুমি সকল সৃষ্টির সৃষ্টা,সব থেকে বড়
তুমি রহিম রহমান,তুমি দয়াময়
আমার পাপ যত বড়,তোমার দয়া আরও বড়
আমার পাপ যত বেশী,তোমার দয়া তত বেশী
তোমার ভালবাসা আনেক মহান,আমি অতি ক্ষুদ্র অতি
আমার দিকে একবার তুমি ভিড়াও তোমার রহমাতের দৃষ্টি।
তোমার কাছে আমার মিনতি
তুমি মুছে দাও মনের কালিমা
আঁধারের হাত থেকে তুমি বাঁচাও
গ্রাস করে নিল আমায় রিপু
তুমি ক্ষমা কর আমায় প্রভু।

মন্তব্য করুন