Skip to content

মায়ের পদ তলে মোহাঃ আসাদুজ্জামান আসাদ

মায়ের পাগল খোকা আমি
মায়ের আচল ধরি
মায়ের আদর পাবার তরে
পিছে পিছে ঘুরি।

মায়ের মনটা অতি পাগল
শুধু খোকার জন্য
মায়া মমতা ভালোবাসায়
হব আমি ধন্য।

মায়ের কোলে জন্ম নিয়ে
মায়ের কথা শিখি
তারেই মায়ায় লালন-পালন
বড় হয়ে থাকি।

মায়ের স্মৃতি বড় স্মৃতি
করি যে স্মরণ
তার যে সেবা না করিলে
আসবে যে পতন।

মায়ের খুশিতে আল্লাহ খুশি
সত্য জানি সবে
তার দুঃখে যে আল্লাহ দুঃখি
জানতে হবে তবে।

মায়ের পদ তলে হবে
সন্তানের জান্নাত
মায়ের সেবা দু’জাহানে
পাব গো নাজাত।#

3 thoughts on “মায়ের পদ তলে মোহাঃ আসাদুজ্জামান আসাদ”

  1. জয়সেন চাকমা

    সাহিত্য
    জয়সেন চাকমা
    একেলা সময়ের সঙ্গী আমার কবিতা ভরা সাহিত্যবই
    দূর করে ক্লান্তিগুলো
    মনে জমায় সুর।

    সাহিত্য জগতে আমার মন সাহিত্য আমার ভাষা
    সাহিত্য আমার প্রিয়জন
    সাহিত্য আমার ভালোবাসা।
    সাহিত্য আমার একাকী দিনের সঙ্গী
    সাহিত্য আমার জীবন।

    রবী ঠাকুরের কাব্যর সুরের ভিতর
    প্রবেশ করে কাটায় দিনরাত
    ছড়ার ছন্দে কাটিয়ে দিই আমার আর্তনাত।
    ডুবে আছি আজ সাহিত্যর ছন্দ
    মনে জমিয়েছি কাব্যর সুর
    থাকবো সাহিত্যর জলে।
    কবিদের বইয়ে
    কবিতা ভালোবেসে
    থাকি সাহিত্যর গভীর মায়ায়।

  2. জয়সেন চাকমা

    বই তুমি
    জয়সেন চাকমা
    জগতের মাঝে তুমি এক ভালোবাসা
    জ্ঞানের মাঝে তুমি এক গুরু
    মনের মাঝে তুমি এক ছন্দের সঙ্গী
    এক হাসি মাখা আত্মীয়
    একটি বিশ্বাসী বন্ধু।
    তোমার মধুর ছন্দতে
    ভরে যায় আমার চক্ষে বক্ষে হৃদয়ে,
    শান্ত করে দাও তুমি শান্ত
    বেদনা ভরা হৃদয়গুলো
    ভরিয়ে দাও সুগন্ধ পুষ্পে
    মনে জাগাও সুখের গীতি,
    তুমি অবহেলা নও
    তুমি ভালোবাসা।
    তুমি প্রদীপ জ্বালাও পাঠকে মন মন্দিরে
    তুমি অন্তরে নাও স্থান।

    কবিতা

মন্তব্য করুন